যাদের পরকালীন জবাবদিহিতায়
মোটেও নাই ভয়..
জানি না তারা মানুষ কি করে হয় ?
কারণ মানুষ তো হয় শুধুই আদম
সন্তান, তার অস্বীকারকারীরা নয় ।
তদুপরি এদের করলে নেতা কর্তা
নির্বাচন, সমাজে আনবেই অবক্ষয় !
শুধু জাগতিক শিক্ষায় শিক্ষিত যারা
তাদের ভাবনা চিন্তা তো ভুলে ভরা,
তারা মনগড়া সব চিন্তা চেতনায়
সাজাতে চায় আবার এই বসুন্ধরা !
পরিশেষে তার হয়না টেকসই, হীতে
বিপরীতে আনে উল্টো দুঃখের ধারা !
এরা যেমন জানে না বিধির বিধান
না জানলেও রাখেনা তার সম্মান
এরাই সবকিছুর নিয়ন্ত্রণকারী বলে
বিশ্বে সর্বত্র অস্থিরবস্থা বিরাজমান ।
সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই
পরকালীন ভয়ে ভীত আদম সন্তান ।
সমাজের চলমান এ সংকট নিরসনে
শিগগিরই সচেতনতা চাই জনমনে ।
সমাধানও তার ঐ একটাই পরকালীন
ভয়ে ভীত যারা তাদেরই উপর দায়
ভার দেই সুখ শান্তি শৃঙ্খলা আনয়নে ।
রচনাকালঃ- রাত ১১:০১টা, শুক্রবার, ২৮ আষাঢ় ১৪৩১,
১২ জুলাই ২০২৪, মিরপুর, ঢাকা ।