ফেলে শরম লাজ
খেয়ে গালিগালাজ
ছুটছি তো ছুটছিই
আমার লক্ষ্যপানে ।
কতনা কটু মন্তব্য
রুখে দেয় গন্তব্য
শান্তনাটুকুও তো
পাইনা কোনখানে ।
টাকা ছাড়া আমায়
কেউ চেনেনা হায় !
এ ভবে আমি যেন
বেজায় অবহেলিত ।
দূর্ভাগ্য চক্রে পড়ে
কি পরীক্ষার তরে
পদে পদে আজকে
হচ্ছি যে পদদলিত !
পড়ছি যখন বিপদে
কত নানান স্বাপদে
দংশনে দংশনে ওরা
আমায় করল নীল ।
তবুও ঠান্ডা মাথায়
কবিতাদের পাতায়
সুস্থির চিত্তে আনন্দ
খুঁজে চলি অনাবিল ।
রচনাকালঃ- রাত ১১:৪০টা, বুধবার, ৮ ফাল্গুন ১৪৩০, ২১ ফেব্রুয়ারী ২০২৪, মিরপুর, ঢাকা ।