অবচেতন মনে অতি সন্তর্পণে
নিরন্তর খুঁজেছি যারে ।
দেশ দেশান্তরে পথ ও প্রান্তরে
কোথাও দেখিনি তারে ।
হঠাৎ দেখলাম বিস্মিত হলাম
পেলামও হাতের কাছে ।
তখন ভাবলাম এবং বুঝলাম
স্রষ্টাই স্বয়ং পাঠিয়েছে !
এতদিন ভবে তারই অনুভবে
বেঁচে ছিলাম পরম সুখে ।
পেয়ে হারিয়ে স্মৃতি হাতরিয়ে
আজ মরছি চরম অসুখে ।
তারই পরশে মনেরই হরষে
ছিলাম যেন এক বেহেস্তে ।
ভাবিইনি কভু হে আমার প্রভু
স্বপ্নগুলো যাবে যে ভেস্তে !
রচনাকালঃ- ১১:৫৮টা, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ব্যঙ্গালোর, ভারত ।