স্বপ্নের দিন শেষ হলেই হবে
দুঃস্বপ্নের দিন শুরু ।
আতঙ্কে মরতে থাকবে তখন
সকল নাটের গুরু ।
যে যতটা দেখিয়েছে দাপট
সে ততটা হবে ভীরু কপট ।
চিরকাল কেউ চূড়ায় থাকেনা
নিজের ইচ্ছে মতন ।
সময়ের পালাবদলে সবারই
একদা আসে পতন ।
যারা ভাবে না তার পরিণাম
সময়-ই ভুলাবে বাপের নাম ।
রচনাকালঃ- সকাল ৮:৩৮টা, রবিবার, ২৯ জৈষ্ঠ্য ১৪৩০, ১২ জুন ২০২৩, ব্যঙ্গালোর, ভারত ।