স্বনির্ভর জাতিই ছিল বাঙালি
কেন হলো তা আজ কাঙালী
কেইন বা করে আজ শাসকের তোষামোদ ?
কেইন বা শোষকের পা চেটে
লাথিও মারে স্বজাতির পেটে
কেনই বা কারো এতো বিকৃত বন্য আমোদ ?
মীর্জাফরের বিশ্বাসঘাতকতায়
নবাব সিরাজউদ্দৌলা হত্যায়
এ অভিশপ্ত জাতি যে স্বজাতি বিনাশী খোদ !
ভিনজাতিকে সবই দেয় শঁপে
ডুবে থাকে অপকর্ম মহাপাপে
নিজের বোন ঝিকে দিয়েও করায় প্রমোদ !
এমন আত্মঘাতী জাতিই নেই
যারা নীচে নামায় স্বজাতিকেই
তাই প্রকৃতি নিচ্ছে বুঝি কঠোর প্রতিশোধ !
ওরে সকল পাপী তাপীর দল
এসো দেহ মন সুচি করি চল
আত্মপোলব্ধিতে ফেরাই শুভবুদ্ধি ও বোধ ।
নচেৎ সহসাই যে সব হারাবে
মান মর্যাদা কেউ নাহি দেবে
বিশ্ববাসীও তোদের বলবে সদাই নির্বোধ !
রচনাকালঃ- বেলা ১১:১৫টা, শনিবার, ২৭ জৈষ্ঠ্য ১৪৩০, ১০ জুন ২০২৩, ব্যঙ্গালোর, ভারত ।