স্বদেশে উদ্বাস্তু সত্তরটা বছর ধরে
স্বজন হারানোর শোক ঘরে ঘরে
আছে দু'শ কোটি মুসলমান নেইকো তেমন মমিন !
তাইতো দাউ দাউ করে আজও জ্বলছে ফিলিস্তিন ।
দুনিয়ার মুসলমানের এক শরীর
এমন কথাটি ছিল স্বয়ং নবীজির
তবুও মুসলমান দয়াবান না হয়ে থাকো উদাসীন ?
তাইতো দাউ দাউ করে আজও জ্বলছে ফিলিস্তিন ।
ফুলের মতো নিষ্পাপ কত শিশু
পাখির মতো মারছে ইহুদি দস্যু
মুসলমান নাচ গান ও মদ পান করে কাটাও দিন !
তাইতো দাউ দাউ করে আজও জ্বলছে ফিলিস্তিন ।
কি করেই বা আমরা থাকি সুখে
এখনো কেন গো দাঁড়াইনি রুখে
আমরা শুধু শুয়ে শুয়েই আজও স্বপ্ন দেখছি রঙিন !
তাইতো দাউ দাউ করে আজও জ্বলছে ফিলিস্তিন ।
ওরে সব মোনাফেক মুসলমান
দেখো না ফিলিস্তিনিদের ঈমান
ময়দানে লড়াই করে না মরে মরছো ঘরে সঙ্গিন !
তাইতো দাউ দাউ করে আজও জ্বলছে ফিলিস্তিন ।