নিজেকে শিক্ষিত শিক্ষিত বলে
মশাই, মুখে তুলছো যে ফেনা !
আজকাল ওসব ডিগ্রি যত্রতত্রই
তো কেজি দরেই যায়রে কেনা !
কিইবা হয়েছে এতোটা কালের
অর্জিত এমন শিক্ষা দীক্ষা দ্বারা ?
কি করেছ কার জন্য ঐ শিক্ষায়
দেশ জনতার সম্পদ চুরি ছাড়া ?
শিক্ষিত হয়েছ বটে লুটতরাজে
হতে যেন আরো বেশী সিদ্ধহস্ত ।
পদ পদবী সব বাগিয়ে দেখাও
আহা মানুষও হয়েছ কতই মস্ত !
সেই মুখেই দম্ভ ভরে কাউকে
মূর্খ চাষা বলে দিচ্ছ সদা গালি ।
কি আজব ! তোমার কাণ্ডজ্ঞান,
আবার চাচ্ছো সবার হাততালি !
শিক্ষিত হয়েই কি হিতাহিত সব
বিবেকজ্ঞানও শুন্য হলো তোর ?
দেশ সমাজের উন্নয়ন করা তো
দূরের কথা হলে সুশিক্ষিত চোর ?
রচনাকালঃ- রাত ১১:৫৮টা, শনিবার. ৭ শ্রাবণ ১৪৩০, ৪ মহরম ১৪৪৫, ২৩ জুলাই ২০২৩, ব্যঙ্গালোর, ভারত ।