একটি সুন্দর মুখ মানেই এই নয় যে
তার রয়েছে একটি সুন্দর মন ।
বরং সেই সুন্দর মনটির অন্তরালেই
থাকতে পারে একটি সুন্দর বন ।
যেথা সব ভয়ংকর জন্তু জানোয়ার
সাপ বিচ্ছু অবাধে করে বিচরণ ।
একটু ঘনিষ্ঠ হলেই যে দেখতে পাবে
সেই জন্তুদের মতো তার আচরণ ।
আসলে পাপের এ দুনিয়ায় মুখোশ
পরে হায়! করে সবে ক্ষুধা নিবারণ !
মুখ সুন্দর হলেও সেই মন সুন্দর না
হবার এটাই যে অন্যতম কারণ !
তাই মনের অবস্থা বুঝা বিনা সুন্দর
মুখের মোহে পড়তে করছি বারণ ।
অকারণ দুঃখ দুর্দশা ডেকে দরকার
কি দহন যন্ত্রণায় করতে মৃত্যুবরণ....
রচনাকালঃ- রাত ৯:১৮টা, বুধবার, ৯ ফাল্গুন ১৪২৯,
২২ ফেব্রুয়ারি ২০২৩, মিরপুর, ঢাকা ।