একটি সৌম্য সুন্দর মুখের দাম
দিতে জীবনটাই বিলিয়ে দিলাম
এত্তো ভালোবেসে
তবু তো পরিশেষে
শুধু রাশি রাশি বেদনাই পেলাম !
চেয়েছিলাম তাকে গড়ে অনন্য
ইহকাল কি পরকালেরও জন্য
জন্ম স্বার্থক করে
তার জীবন গড়ে
পরম সুখে আমিও হবো ধন্য !
অথচ যারাই চিহ্নিত নেশা খোর
সমাজের চোখেও কুখ্যাত চোর
দেয় না কারো মূল্য
জীবনটা পশুর তুল্য
সুন্দরীরা এদের স্বপ্নেই বিভোর !
রচনাকালঃ- রাত ১১:৪৮টা, মঙ্গলবার, ১২ চৈত্র ১৪৩০, ২৬ মার্চ ২০২৪, মিরপুর, ঢাকা ।