শোন হে জগত বাসি
শোন মোদের আর্ত চিৎকার
আর হাহাকার থেকো না উদাসী ।
মোদের এই প্রিয় দেশটাকে
বড্ড ভালোবাসি রে ভাই
বড্ড ভালোবাসি ।
দুবেলা দুমুঠো ভাত খেয়ে
উজান বেয়ে নেচে গেয়ে চলি ।
দুঃখের কথা বুকে চেপে রেখে
হাসিমুখে সদা সুখের কথা বলি ।
হেথা আমরা পর নই কেউ
স্বজন যে ভাই সকলি ।
কারো কথায় দিও না কান ।
নিজের বিবাদ করবো
আমরা নিজেরাই সমাধান ।
ছোট্ট এই দেশটার দিকে
পারলে দাও সুদৃষ্টি দান ।
কোটি কোটি মানুষের দেশটি
হোকনা সুখের বাসস্থান...