নিশ্চয় পৃথিবীতে সবচাইতে মূল্যবান হলো "সময়"...
হে আদম সন্তান তুমি তো তারই কর বেশী অপচয় !
হেলাফেলায় সময় কাটালে গড়লে না নিজ পরিচয় ?
সুদীর্ঘকাল বেঁচে রইলে হে বিশাল এই দুনিয়ায়...
হয় করলে কারো গোলামী নয়তো রং তামাশায়
সক্ষমতা রেখেও জীবন কাটালে এর ওর আশায় !
জানলে না নিজেকে কে তুমি, কোথা হতে এলে ?
কি ছিল জন্ম উদ্দেশ্য, সবই তো থাকলে ভুলে ?
সম্ভাবনার সিন্দুকটা একটু দেখলেও নাতো খুলে !
তুমি সোনার চামচ মুখে নিয়ে জন্মিছো কে চিনবে ?
কতটা ভোগ বিলাস করে গেলে কেবা কবে জানবে ?
তোমার না থাকলে কোন অবদান কেনই বা মানবে ?
পড়ন্ত বেলাও যদি সময় পাও আজই পাল্টাও দৃষ্টি ।
ঝেরে ফেলো ওসব আবোল তাবোল চিন্তা চেতনা কৃষ্টি ।
ডুবে যাও সেই কর্মানন্দে যাতে হবে স্বীয় পরিচয় সৃষ্টি ।
রচনাকালঃ- রাত ১০:৫৬টা, মঙ্গলবার, ১৮ পৌষ ১৪৩০, ২ জানুয়ারি ২০২৪, মিরপুর, ঢাকা ।