এই জামানায় সর্বত্রই এখন
মিথ্যা করছে রাজত্ব ।
ঐ নিধুবনে নির্বাসনে গিয়ে
কেঁদে মরছে সত্য ।
প্রকাশ্য মিথ্যার কাছে সবই
সঁপে দেয় দেখি সবাই ।
হাজার প্রমাণ দিলেও সত্য
বিশ্বাস করার কেউ নাই ।
মিথ্যাতে সবাই মজে আছে
তাই তার উপার্জন খাসা ।
খাঁটি দিতে গেলে প্রশ্নবানে
সত্যকে করে কোণঠাসা ।
বিপথগামী হবেই সবে যত
মুক্তির পথ দেখাক সত্য ।
মানুষ নামের প্রাণীরা তবুও
করবেই মিথ্যার দাসত্ব ।
রচনাকালঃ- রাত ৯:৩১টা, মঙ্গলবার, ৮ কার্তিক ১৪৩০, ২৪ অক্টোবর, মিরপুর, ঢাকা ।