সত্য পথে চলতে আমায় কহ যে
সেই পথে যায় কি চলা সহজে ?
সত্যের শেকড় যে বেজায় তেতো
ফল মিষ্টি পাবো ধৈর্য্য ধরলে তো !
ভেবে চিন্তে চলতে মাথা হয় নষ্ট
আহা ! সে পথে চলা যে কি কষ্ট !
পথভ্রষ্ট হলেই তো বরং ভালো
খাতির করে বলে সবাই চলো ।
সত্য পথের পথিক হতে হয় একা
ঝড় ঝাপটায় যায় না তাতে টেকা ।
তাও যদিবা হয় বিবর্ণ রসকষহীন
সে পথে কজনই বা চলে কতদিন ?
নগদ বলে নেই কিছু যার সব বাকী
চতুর মন সর্বক্ষণ তাই দেয় ফাঁকি !
মিথ্যা তো কুহুক, এক মহামায়া
সহসা ভেদ করা যায়না যার ছায়া ।
তার আছে রঙ রূপ স্বাদ ও সুগন্ধ
তাতে থাকলে বুদ উপলব্ধিও বন্ধ ।
তার আছে সুর ঝঙ্কারেরও মূর্ছনা
তাকে তাই সহজে ভোলা যায়না ।
তার ঘরে একবার করলে প্রবেশ
বেঁচে ফেরে ক'টা সাচ্চা দরবেশ ?
যে মোহনীয় লোভনীয় আকর্ষণীয়
তাকে জয করে সে তো দুর্দমনীয় ।
আছে যে রাজকীয় আরাম আয়েস
রাজপাট বেঁচে তাই মিটাই খায়েশ ।
মিথ্যায় মোড়া দুনিয়ায় সবাই মত্ত
হেথা বীরত্ব নিয়ে লড়ে বাঁচে সত্য ।।
রচনাকালঃ- রাত ১০:৪৫টা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ৬ মে ২০২৪, মিরপুর, ঢাকা ।