হাত পা বিহীন কত প্রতিবন্ধীদেরও রাস্তায়
গড়াগড়ি করে করতে হচ্ছে কামাই ।
প্রহসনের গণতন্ত্রে যাদুমন্ত্রে কোটিপতি হয়
কত পাতি নেতারও ছেলে-জামাই !
বড় আশ্চর্যের বিষয় এতো অভিশপ্ত হয়েও
আমরা আবার চাই সুখ সমৃদ্ধ সমাজ !
বিভ্রান্তিকর এই গনতন্ত্রে কার স্বার্থ রক্ষায়
তবে কর্তারা অবিরাম করছে কাজ ?
দেশের মালিকরা তো ফুটপাতেও পায়না
কোন জায়গা একটুখানি ঘুমাতে ।
অথচ কোন নেতাও পারলো না এই দেশে
লুটপাট আর দুর্নীতি মোটে কমাতে ।
বাড়ছে বেকারত্ব বাড়ছে অসহায়ত্ব অথচ
কমছে না মোটে নেত্রীত্বের দৌড়াত্ম ।
গনতন্ত্রের সুবাদেই শুধু লুটপাট করা যায়
বলে পুঁজিবাদীরা এতেই হচ্ছে একাত্ম !
জনগণই সকল ক্ষমতার উৎস এমন ভুল
তত্বের জন্য মানুষ আজ এতো নৃশংস ।
আসলে স্রষ্টাই সকল ক্ষমতার উৎস, এই
সত্য আড়াল করলে হবোই যে ধ্বংস !
রচনাকালঃ- রাত ১১:২০টা, বুধবার, ২৭ পৌষ ১৪২৯, ১১ জানুয়ারি ২০২৩, মিরপুর, ঢাকা ।