যারা কোনভাবে একবার করে গুরুতর পাপাচার
তাতে অনুতপ্ত না হলে হীনমন্যতায় ভুগে না আর
এটা নয় যেন লজ্জার বরং আরও সে দিব্যি চলে
সমাজের সর্বস্তরে টান টান সিনাটা করে বিস্তার ।
ভাবে সে সারা দুনিয়াই এখন হতে অবারিত তার
কিসের আল্লাহ্ কিসের ভগবান আদিখ্যেতা ছাড়
ধর্ম কর্মের বোঝা হতে যেন পেল চিরনিস্কৃতি হল
এখন সব জবাবদিহিতা থেকেই পুরোপুরি নির্ভার ।
সৎ পথে চলতে চাইলেও বলতে হবে যে স্রষ্টাকে
যে যেমন করে চলতে চায় সুযোগও দেন তাকে
তবে সৎ পথ বড়ই পিচ্ছিল তাতে চলতে গেলেই
পড়ে যেতে হয় বারবার সেই পারে প্রভু চায় যাকে ।
তাই বন্ধু যত সুযোগ সংকট আসুক জীবনের বাঁকে
মূলধন হলো দেহ মন সর্বক্ষন যেন তা পবিত্র থাকে
অপবিত্র দেহ মন হয় শয়তানের সুখের বাহন, যার
উপর সওয়ার হবে সবৈর্ব ব্যর্থ করে ছাড়বে তাকে ।