মাত্রাতিরিক্ত কর না লোভ
মনে পুষবে না ঘৃণা ক্ষোভ
হিংস্র দানব বনে হারিয়ে নিয়ন্ত্রণ
তুমি কখন যে ঘটাবে কি অঘটন !
ষড়-রিপুর শক্ত দমনবিনা
কেউ কভু মানুষ হয় কিনা
বরং সগর্বে সবে তা করি লালন
অবজ্ঞায় ধর্মবাণী করি না পালন ।
একটা অঘটন ঘটে গেলে
জীবনটাই যাবে রসাতলে
গভীর ধ্যানে ভাবো না দিয়ে মন
বিনা রিপু দমন এ কেমন জীবন ?
ইহকাল কিংবা পরকালে
সর্বত্রই সফলতা চাইলে
কাম ক্রোধ লোভ মোহ ঈর্ষা গর্ব
শক্তহাতে এদের করতে হয় খর্ব ।
নয়তো সে জীবনই ব্যর্থ
পাবে না খুঁজে তার অর্থ
মুছে যাবে যে সম্ভাবনার সব পর্ব
প্রমাণিত হবে আসলে তুমি অথর্ব ।
রচনাকালঃ- রাত ১১:২২টা, শুক্রবার, ৮ চৈত্র ১৪৩০, ২৩ মার্চ ২০২৪, মিরপুর, ঢাকা ।