হে মানুষ তোমার জিহ্বা আর যৌনাঙ্গ
সাবধানে সংযত রাখো এই দুই অঙ্গ ।
কর না গো কভু তার যথেচ্ছ বব্যহার
তাতে কতনা দূর্ভোগ আসবে তোমার !
নবীজি (স.) সাবধান করেছেন তাকে
তার দায়িত্ব নেবেন না পড়বে বিপাকে ।
না জেনে স্থান কাল পাত্রের ভেদাভেদ
তোতার মতো কথা বলে বাড়ে বিভেদ ।
কথায় ভাত কথায় হা-ভাত এমনি নয়
কথার জন্য হয় মানুষের জয় পরাজয় ।
বিজ্ঞ প্রমাণে বললে অপ্রাসঙ্গিক কথা
নিজেকেই তথা নির্বোধ বানায় অযথা ।
দুইটি কান একটি মুখ জানো কেন তা ?
শোন বেশী বল কম ধরে রাখো ভদ্রতা ।
গুনীজনেরা বলেছেন কথায় কথা বাড়ে
বাচালেরা তাই সর্বদাই গো হারা হারে ।
গুপ্তাঙ্গের কথা আর বেশী নাইবা বলি
এ বিষয়ে যেন সর্বোচ্চ সর্তকতায় চলি ।
আগে ব্যভিচারের বিচার ছিল মৃত্যুদণ্ড
আজ তা বন্ধ বলে সব কল্যান হয় পণ্ড ।
রচনাকালঃ- রাত ১১:২২টা, শুক্রবার, ১৫ আশ্বিন ১৪২৯,
৩০ সেপ্টেম্বর ২০২২, মিরপুর, ঢাকা ।