খালে বিলে টিনের চালে
দিনরাত সমান তালে
আজি হরদম ঝরিছে রে বাদল ধারা
কি যে মনোহরা ঝমঝমা ঝমঝম !
আরে রে আরে রে রে
কত না রঙের বাহারে
দেখোরে পেখম খুলে ঐ ময়ূরী
নাচেরে কি দারুণ ছমাছম ছমছম !
শরতের এই বাদলধারা
খুশিতে করে আত্মহারা
এই প্রকৃতিতে এর চেয়ে অনুভব
আছে রে আর এতো অনুপম !
মন মোর পাগলা ঘোড়া
বন্ধুর সনে বেঁধে জোড়া
বৃষ্টিতে ভেজাই যেন মন মাধুরিকে
রাজসিক গাড়ি জুড়ে টমটম !
নির্ঝর ঝরা এমনতর বৃষ্টি
আহা ! কি অপরূপ সৃষ্টি
কত গান কবিতা গল্পগুচ্ছ মনে
ডালপালা মেলে হয় উদ্গম বমবম !
ফি বছরে এমনি করে
যত বারই বাদল ঝরে
অবগাহনে শিহরণ জাগায় দেহ মনে
তালে মাতাল হই চমচমা চমচম !
রচনাকালঃ- সন্ধ্যা ৭:২২টা, ১৫ সেপ্টেম্বর ২০২৪, মিরপুর, ঢাকা ।