চরমে পৌঁছে গেছে নৈতিক অবক্ষয়
তাইতো বুঝি মোটেও পাবে না সময় ।
মনুষ্য সৃষ্ট চূড়ান্ত এই শাসন ব্যবস্থা
আগ্রাসনে তারও তো বেহাল অবস্থা ।
মানুষের দ্বারা তাই হবেনা সমাধান
প্রকৃতিই চালু করবে আল্লাহর বিধান ।
বহুত করেছ ভাই মিছে রং তামাশা
এবার মিটে যাবে সবার সকল আশা ।
ঠিক হয়ে গেছে বুঝি সেই দিনক্ষন
চারিদিকে স্পষ্ট হচ্ছে তারই লক্ষ্মণ !
রচনাকালঃ- রাত ১১:৫৮টা, রবিবার, ২৭ ফাল্গুন ১৪৩০, ১০ মার্চ ২০২৪, মিরপ, ঢাকা ।