মনে প্রাণে হতে না পারলে আল্লাহর গোলাম
সহজে অনুমেয়ও হয়না শান্তির ধর্ম ইসলাম ।
সর্বাবস্থায় অতি সতর্কতায় চলতে পারে যারা
তারাই শুধু সমুন্নত রাখে ইসলামী জীবনধারা ।
ইসলাম নিছক ধর্ম নয়, সহজে করতে ধারণ
আছে কঠোর আদেশ নিষেধ আর বাঁধা বারণ ।
যারা জানে এবং মানে দুনিয়া পরীক্ষার জন্য
তারাই তো শুধু সন্তর্পণে নিজকে করেছে ধন্য ।
দৃঢ়চিত্তে আল্লাহ ও রসূলে (স) করলে বিশ্বাস
প্রতি পলে পলে পাওয়া যাবে তাদের আশ্বাস ।
তবে আল্লাহর শানে নিজেকে না করে সমর্পণ
ইসলাম কখনো হবে না তার ত্রিকালের দর্পন ।
তার অনুভবেও আসবে না প্রভূর অংশীদারীত্ব
যিনি ছাড়া সৃষ্টি জগতের কেউ করে না কতৃত্ব ।
অন্যের হক নষ্টকারীকে তিনি করেন না ক্ষমা
সব কর্মফল শেষ বিচারের জন্য রাখেন জমা ।
এই সব বিষয় বজায় রাখার যারই থাকে হুশ
সে-ই শুধু ইসলামী জীবনধারার প্রকৃত মানুষ ।
এদের জন্যে কল্যাণকরও হয় সকল জনপদ
সৃষ্টিকূলে এদের কাছে সকলে থাকে নিরাপদ ।
রচনাকালঃ- রাত ১১:৫৬টা, রবিবার, ১লা বৈশাখ ১৪৩১, ১৪ এপ্রিল ২০২৪ মিরপুর, ঢাকা ।