সফল মানুষকে দেখিয়ে সবাই বলে মানুষটা বড়
ভাগ‍্যবান প্রভু তাকেই শুধু দু'হাতে করেন দান !
কিন্তু কেউ খতিয়ে দেখলো না তার ছিল যে ত‍্যাগ
তিতিক্ষায় ভরা কত করুণ জীবনের উপাখ‍্যান ।

বারবার এসেছে তার ব‍্যর্থতা তারই পৃষ্ঠে এসেছে
লাঞ্জনা বঞ্চনা গ্লানি উপুর্যপরি ঢেউয়ের মতো ।
কেড়ে নিয়েছে তার কত স্বপ্ন সাধ আশা আকাঙ্ক্ষা
প্রেম ভালোবাসা ইচ্ছে অভিলাষ ছিল যত ।

একটি অদম‍্য মনোভাব আস্থায় অবিচল সুনির্দিষ্ট
লক্ষ‍্য পানে নিরন্তর ছুটে চলাই ছিল যার নেশা ।
পাগলের খ‍্যাতি নিয়ে কানে মুখে তুলা দিয়ে দিন
রাত সময় মেধা শ্রম নিষ্ঠায় অক্ষুন্ন রাখে পেশা ।

কোন সেবা প্রদান বা সমাধান দেয়াই যার মুখ‍্য
উদ্দশ‍্য হয় শুধু অর্থ উপার্জন একমাত্র লক্ষ‍্য নয় ।
তাতে সবাই হয়ে পড়লে নির্ভর ঝর্ণার মতো অর্থ
খ‍্যাতি ঝরে তার উপর নির্ঝর আসেও সুসময় ।

অতএব এ জীবনে সফল ও সুখী যদি হতে চাও
হে বন্ধুবর, তবে জেনো শুরুতে হয় না সুখকর ।
নিজের সাথে যুদ্ধ করেই হও জয়ী, কারণ সফল
মানুষ তার মনের মালিক ব‍্যর্থরা মনের চাকর ।

  
রচনাকালঃ- রাত ১২:৩৩টা, রবিবার, ১৩ ফাল্গুন ১৪২৯,
২৬ ফেব্রুয়ারি ২০২৩, মিরপুর, ঢাকা ।