আমার আত্মমর্যাদা ছিল যে একটু বেশিই প্রখর
কৈশোরেও কারো ধরতে যাইনি একখানাও খর ।
পাছে যদি ওরা আমাকে করে তীব্রতর তিরস্কৃত
একইভাবে আজও লজ্জায় হতে যাই না পুরস্কৃত ।

আত্মমর্যাদা বিপন্নের ভয় আমার ছিল সবসময়
কিন্তু তোমায় দেখে এসবের ঘটলো যে বিপর্যয় ।
লাজলজ্জা ভুলে তোমায় পাবার কথা বলি খুলে
অবশেষে আমারই বাহুডোরে তুমি ধরাও দিলে ।

একটা মহৎ উদ্দেশ্য নিয়ে পরিকল্পনা আটলাম
শয়তানের ঈর্ষাতে কঠিন হবে তাও বলেছিলাম ।
হয়তো সেই কারণেই আমায় কিনা করেছ ঘৃণা
তবুও বেহায়া বনে আনমনে করেছি আনাগোনা ।

তোমার রক্তচক্ষু উপেক্ষা করে করেছি অপেক্ষা
ঠিকই অপমানিত হয়েছিও জীবনের সর্বাপেক্ষা ।
খেলায় নিশ্চিত হার জেনেও মাঠ তবুও ছাড়িনি
পৃথি্বী।কে বুঝালেও নিজেকেই বুঝাতে পারিনি ।

আমার ভালোবাসাটা ছিল সত্যি সবচেয়ে দামী
তাই উপহাস্যের পাত্র হয়েও করেছি পাগলামি ।
উপেক্ষিত হতে না চেয়েও তবু উপেক্ষিত হলাম
অন্ধ ভালোবাসার জন্যই কি এই শাস্তি পেলাম ?

ভোগের ভালোবাসাই বুঝিবা সহজে ভুলা যায়
ত্যাগের ভালোবাসাই আসলে ভুলা ভীষণ দায় ।
তাই তোমায় ভুলতে পারিনা পারবোও না আর
তাতে আমার আরও যত হয় হোক নাগো হার !

রচনাকালঃ- রাত ১১:৪৬টা, বৃহস্পতিবার,  ২৩ জৈষ্ঠ্য ১৪৩১,
৬ এপ্রিল ২০২৪, মিরপুর, ঢাকা ।