ব্রাজিলে এক হতদরিদ্রের ঘরে
জন্মেছিল যে সোনার ছেলে ।
কেউ ডাকে কালোমানিক তারে
কেউবা আবার ডাকে পেলে ।
বিশ্বকে মাতিয়ে রেখে ছিল শুধু
ফুটবল খেলে খেলে ।
ফুটবল জগতে মহানায়ক হলেন
তিনটি বিশ্বকাপ জিতে গেলে ।
সত‍্যি এমন প্রতিশ্রুত মহাপুরুষ
শত বছরেও নাহি মেলে ।
২৯ ডিসেম্বর ২০২২ তিনি চলে
গেলেন সবাইকে ফেলে ।
দারিদ্র্যতা কখনই বাধা হয়না
কর্তব্যে মন দিলে ঢেলে ।
আগ্নেয়গিরি তো দাবিয়ে রাখা
যায় না সে উঠবেই ঠেলে ।
অসম্ভব বলে কিছু নাই পেলের
জীবন হতে শিক্ষা পেলে ।


রচনাকালঃ- রাত ১১:৩১টা, শনিবার, ১৭ পৌষ ১৪২৯, ১ জানুয়ারি, মিরপুর, ঢাকা  ।