বিদ‍্যে বোঝাই একেক বাবু মশাই
আহা! পোহায় যে কতনা দুর্দশাই
না ধর্মে ন‍্যস্ত কর্মে ব‍্যস্ত, দুটাকার
মুরোদ নাই কিল দেবার গোসাই  ।

না বুঝে ধর্ম কিবা করে সঠিক কর্ম
গায়ে ঢেকে চলে অভেদ‍্য এক বর্ম
নিবিড় পর্যবেক্ষণ বিনা বুঝা যাবে
না তার অর্জিত সেই শিক্ষারও মর্ম ।

ভাবেই বুঝায় সব জান্তা শমসের
খবর রাখে সদা যেন সারাবিশ্বের
সব কাজেরই নাকি কাজী, কিন্তু
কেউ জানে না দক্ষটা সে কিসের !

যেচে দিতে গেলে বলে নাই সময়
কত কাজ করে সে সারা বিশ্বময়
অথচ ঘরে তার জোটে না খাবার
পরিবার সমেত প্রায় উপোস রয় ।

এই পণ্ডিতদের সংখ্যা গরিষ্ঠতায়
দেশ ও সমাজ ভুগছে অপুষ্টতায়
শিক্ষিতে সয়লাব হলেও সর্বত্রই
সংকটও তাই আজ সামাজিকতায় ।


রচনাকালঃ- সকাল ৯:২০টা, ১৫ মাঘ ১৪২৯, ২৯ জানুয়ারি ২০২৩, মিরপুর, ঢাকা ।