শিয়াল পণ্ডিতের শত বুদ্ধি
বিড়ালের বুদ্ধি একটাই ।
বিপদগ্রস্থে শিয়াল হতবুদ্ধি
বিড়ালের আছে গাছটাই ।
বুদ্ধির রাজা শিয়াল সর্বদা
করে চলে বুদ্ধির বড়াই ।
বলে আমি মহাপণ্ডিত তাই
কাউকে কি কভু ডড়াই ?
আচ্ছা দেখি এখন আসছে
তো তেড়ে কুকুরের দল ।
আমি তো উঠবো ঐ গাছে
তুই কোথায় যাবি বল ?
পণ্ডিত শিয়াল পালাতে ব্যর্থ
হয়ে সেথা বেঘোরে মরল ।
একবুদ্ধির বিড়াল গাছে উঠে
ঠিকই তার প্রাণ রক্ষা করল ।