কোনটা শুভ আর কোনটা অশুভ কাজ
সহজে আমরা বুঝবো কি করে ?
শুভ কাজ বুঝবো সেটাই যেটা করলেই
অহেতুক বাধা আসে বারে বারে ।
অশুভ কাজ করতে গেলে সহযোগিতা
মেলে যেন জগতের প্রায় সবার ।
শুভ কাজে বাধা দিতে ইবলিশ শয়তান
করে যে তার সর্ব শক্তির ব্যবহার ।
পক্ষান্তরে আমরা অন্তরে কভুও কি করি
সাহায্য প্রার্থনা মহান প্রভুর কাছে ?
আর শুভ কাজ তো সেটাও না, মানুষের
কল্যান যাতে জড়িত না আছে ।
তা করলেও মন থেকে তো করি না বরং
মহা আড়ম্বরে শুধু করি লোক দেখাতে ।
তাতে সফলতা না পেলেও আমরা শুরু
করেই চাই যেন তা অন্যকে শেখাতে ।
শুভ কাজে তাই মোটে দেরী করতে নাই
যত দ্রুত সঙ্গোপনে করি যেন সম্পন্ন ।
নচেৎ ঐ শয়তানের ধোকা খেয়ে বোকা
বনে সম্ভাবনার জীবন হবে যে বিপন্ন ।
রচনাকালঃ- বেলা ১১:২৪টা, শনিবার, ৭ মাঘ ১৪২৯,
২১ জানুয়ারি ২০২৩, মিরপুর, ঢাকা ।