শোন ওগো ললনা
আমি কতবার করে বলছি তোমায়
ওদের সনে চলো না চলো না।
তবু তুমি খুল্লাম খুল্লা বসনে ওদের
সনে চলতে করছ হাজার ছলনা ।
কেন গো অমন কর একটু খুলে বলনা ?
তুমি নিশ্চয়ই চেনো না হয়তো বা
বহুরূপী এই পুরুষ জাতিটাকে ।
হ্যাঁ পুরুষ বলেই হাড়ে হাড়ে চিনি
আমি প্রায় সব ক'টাকে ।
ওরা নষ্টই করবে তোমার জীবনটাকে ।
আধুনিকতার নামে ওরা তোমাকে
দেখতে চায় সদা নগ্ন রূপে ।
যৌবন সুধা শুষে নিয়ে করবে না
কার্পণ্য ফেলতে অন্ধ কূপে ।
মরতেও চাবে একদা ওদেরই বিদ্রূপে ।
যাদের জন্য যৌবনে তুমি সমাজ
সংসার ধর্মকেও করনা পরোয়া ।
রক্ষনশীলতাকে পদপিষ্টে জীবনে
আনো আধুনিকতার ছোঁয়া ।
পুরুষের বন্ধুত্বটা বানাও হাতের মোয়া ।
সব হারিয়ে একদা তুমি অবশ্যই
করবে যে অনুতাপ ।
সেদিনই বুঝবে ধর্মে সমাজে কি
পাপ আর কিইবা অভিশাপ ?
বিকৃত মস্তিষ্কে বকবেও সেদিন প্রলাপ....
রচনাকালঃ- রাত ১১:৫৭টা, বুধবার, ২৭ বৈশাখ ১৪৩০, ১০ মে ২০২৩, মিরপুর, ঢাকা।