যদি হয় গো তোমার মন অতি পবিত্র
যদি নিষ্কুলষ রেখে চল তোমার চরিত্র
তবে জোড়হাত মিনতি জড়াইও না ভালোবাসায়
জীবন সঙ্গী করতে থেকো না গো মিথ্যা আশায় ।
যতই হোক না তাকে নিয়ে স্বপ্ন বুনন
কোনভাবেই যদি না হয় বিয়ের বন্ধন
তবে তোমার জীবনের হবে সব চাইতে বড় ক্ষতি
কাজে কর্মের অমনোযোগে নেমে আসবে দূর্গতি ।
তুমি যে পাবে না উঠে দাঁড়াবার শক্তি
পাবে না জীবন বাঁচিয়ে রাখবার যুক্তি
ধ্বংস হবে তোমার বিশ্ব জয়ের অসীম সম্ভাবনা
না গো না ঐ বিষন্ন মনে সফল হওয়া সম্ভব না ।
তেমন আর খুঁজে পাবে না কাউকেই
পবিত্র মনে পেয়েছিলে যে যোগ্যকেই
পারবে না কভু কেউ সেই শুন্যস্থান করতে পূরণ
অনবরত হবে তোমার কমল হৃদয়ের রক্ত ক্ষরণ ।
তুমি দিনকে দিন এ কারণে হবে ক্ষয়
যত বড় কর্মপরিকল্পনা সবে হবে লয়
তবে যদি হতে পারতে টাউট বদমাস নেশাখোর
সহসাই কেটে যেত সঙ্গী হারানো বেদনার ঘোর ।
কারণ যারা করে প্রতারণা কামুকতা
তারাই তো জগতের নিকৃষ্ট পাপাত্মা
তাদের থাকে না এহেন কর্মকান্ডের অনুশোচনা
এসব প্রেমপ্রীতিতে তাদের কোন যায় আসেনা ।
তুমি শোকে শোকে যাবে পরলোকে
দুদণ্ড শান্তি যে পাবেও না ইহলোকে
অতএব হে পুন্যাত্মা প্রেম ভালোবাসায় সাবধান
অমিত সম্ভবনার মনকে ভেঙ্গে কর না খান খান ।