ভালোবাসা থেকেই আসে বিরহ
বিরহ থেকে আসে শোক ।
শোক থেকে নানান রোগ বালাই
ভগ্ন হৃদয় নিয়ে পরলোক ।
হায়রে ! ভালোবাসা কত আশা
করে চেয়েছিলে বাঁচতে সুখে ।
কিন্তু অমূল্য জীবনটাই কাটালে
হারানোর বেদনার অসুখে !
প্রেম ভালোবাসা যেন সর্বনাশা
এ এক বড় ভয়ানক রোগ ।
দুর্ভাগাদের কপালে বয়ে আনে
শোকের পর রোগ দুর্ভোগ ।