আজ ঘরে ঘরে গেছে ভরে কথিত উচ্চ শিক্ষিত
পুস্তকের পোকা বিদ্যান বোকা জ্ঞানে অদিক্ষিত
কাউকে দেখিনা করতে দান দক্ষিণা হতেও দেখি মহান
সুশিক্ষিত তেমন মানুষই তো দেখিনা দেখি তো শিক্ষিত শয়তান !
মাবাবারা রক্ত পিষে কষ্ট দুঃখ পুষে যোগায় অর্থ
সেই সন্তান লভে কোন জ্ঞান শুধু বুঝে স্বীয় স্বার্থ
তাদের হয় পণ্ডশ্রম ভাগ্যেও জুটে বৃদ্ধাশ্রম ঐ শিক্ষা নিলে সন্তান
সুশিক্ষিত কোন মানুষই তো দেখিনা দেখি তো শিক্ষিত শয়তান !
দায়িত্ব নিলে দানব হয় করে না ভয় পরকালের
দেশ সমাজ ক্ষতিগ্রস্থ আজ এরা শত্রুও সকলের
নাই ওদের ধর্মকর্ম করে যত কুকর্ম তারা দেশ লুটে হয় ধনবান ।
সুশিক্ষিত কোন মানুষই তো দেখিনা দেখি তো শিক্ষিত শয়তান !
নাশকতায় গড়া ষড়যন্ত্রেও ভরা অর্জিত শিক্ষায়
জাগে না বিবেক ধরে ভেক বাঁচে বর্তে ভিক্ষায়
দেশ জাতির তরে কভু না মরে রাখেও না তারা বিন্দুমাত্র অবদান ।
সুশিক্ষিত কোন মানুষই তো দেখিনা দেখি তো শিক্ষিত শয়তান !
শেখে না আচার ব্যবহার হয় দূরাচার ব্যভিচার
রয় না নিষ্পাপ করে মহাপাপ করে না সুবিচার
উল্টো হয় অহংকারী জনতার জুলুমকারী তবু নিজেকে ভাবে মহান ।
সুশিক্ষিত কোন মানুষই তো দেখিনা দেখি তো শিক্ষিত শয়তান !