দিবা স্বপ্ন দেখে
সব কাজ রেখে
যাদুবিদ্যা শেখে
গাঁজাখোর রাজা গাণ্ডু রাম নন্দী ।

খুব আস্তে ধীরে
চারিদিকে ঘিরে
দাস করে নীড়ে
মোদের করতে চায় শিকল বন্দী ।

বন্ধুত্বেরই নামে
বেশ শ্রমে ঘামে
চলে ডানে বামে
করছে কত না ফিকির আর ফন্দী ।

অনেকদিন ধরে
হিংসুটে অন্তরে
জাতি দ্বেষ করে
তাই, চায় না সে রাখতে প্রতিদ্বন্দ্বী ।

রচনাকালঃ- রাত ১১:৫৭টা, বুধবার,  ১২ আষাঢ় ১৪৩১,
২৭ জুন ২০২৪, মিরপুর, ঢাকা ।