ওহে জনগন ব্যাঙের মতন
সবে শীত ঘুমে গেলে নাকি ?
ওরে বাঙ্গাল আর কতকাল
এমনি নিজেকে দেবে ফাঁকি ?
শিয়ালকে মুরগি বর্গা দিয়ে
সবে কি রয়েছ নিশ্চিন্ত মনে ?
গুষ্টিশুদ্দ তোদের মুরগিগুলা
যে সাবাড় করল সঙ্গোপনে !
ওহো বেঘোরে ঘুমাও না গো
জেগে উঠে ঝোলা কাঁধে নিও ।
একতারা হাতে বৈরাগী বনে
গাঁও গাঁও ঘুরে গান শুনাইও ।
পূর্ব পুরুষরা কেউ এনেছিল
মাতৃভাষা, কেউবা স্বাধীনতা ।
তাই বলে কি ভাই এভাবেই
সবাই করেই যাবে অলসতা ?
ওরে স্বাধীনতা অর্জন যতটা
সহজ তা রক্ষা করাই কঠিন ।
যারে তারেই অধিকার দিয়ে
কেন টেনে আনো হে দুর্দিন ?