কেন বিশ্ব জুড়ে অশান্তি ?
সাম্রাজ্যবাদ আজ করে চলছে
বরবাদ বিরাজমান বিশ্বশান্তি ।
অমরত্বের মিছে খায়েশই যেন
দুনিয়া জুড়ে ছড়াচ্ছে বিভ্রান্তি ।
তারা ধর্মে কর্মে শিক্ষা দীক্ষায়
কুট কৌশলে ঢুকাচ্ছে কুমন্ত্রণা ।
চিহ্নিত দেশজাতিকে চিরতরে
ধ্বংসে তাই দিচ্ছেও প্রণোদনা ।
তারা কি দেখে না ?
যখন নিজের সন্তানকেই বাধ্য
করে রাখতে অক্ষম পিতামাতা ।
তখন সাম্রাজ্যবাদীরা দিবাস্বপ্নে
বিভোর নিয়ন্ত্রণে রাখতে জনতা !
তারা অনন্তকাল যে স্বজনদের
জন্য দাস বানাতে চায় যাদেরই ।
দিনশেষে দেখি তাদের সেসব
স্বজন দাস বনেছে ঐ তাদেরই !
নিশ্চয়ই ওরা চক্ষুষ্মান অন্ধ !
ওরা ইতিহাস থেকে নেয় নাই
শিক্ষা প্রকতির আইন বিষয়ক !
ইতিপূর্বে কত শাসক শ্রেণিরা
যে এতে সর্বৈব ব্যর্থ শেষতক !
তবুও তারা গনতন্ত্র শাসনযন্ত্র
দ্বারা করে বিশ্ব দখলে ষড়যন্ত্র ।
তাই ভেদ দর্শনে দেশ শাসনে
দলে দলে ছড়াচ্ছে যত কুমন্ত্র ।
রচনাকালঃ- রাত ১১:৩৮টা, বুধবার, ৯ মাঘ ১৪৩০, ২৩ জানুয়ারি ২০২৪, মিরপুর, ঢাকা।