মুক্তির যুক্তি দেখিয়ে এসেছিল গনতন্ত্র
আজ বুঝেছি এটাই ছিল সেরা ষড়যন্ত্র !
জাতির বহুধা বিভক্তে করে মেরুকরণ
স্বার্থ চরিতার্থে ভিন দেশেতে মরুকরণ !
চেতনার দাসত্বে নিয়ন্ত্রিত জাতির মূণ্ড
দেশ সেবার নামে দলে দলে অগ্নিকুণ্ড ।
ভোট ব্যাংকের স্বার্থ সুরক্ষা সবার জন্য
রাষ্ট্রীয় সম্পদ লুটে নেতারা হচ্ছে ধন্য ।
চোর ডাকাত পতিতারা বনে নেতানেত্রী
প্রকৃতির রোষে সব পরিহাস্য পাত্রপাত্রী ।
রাষ্ট্র নায়করা মানেই না ন্যায্য অন্যায্য
যুদ্ধ বাঁধিয়ে করতে যায় অস্ত্রের বাণিজ্য !
ভিক্ষার ভোটে একবার হলে ক্ষমতাসীন
সেথা হতে কে স্বেচ্ছায় নামে কোনদিন ?
দূর্নীতি ছড়ায় মসনদ থেকে মুদিখানায়
যার বেড়াজাল ভেদ করার নেই উপায়।
ক্ষমতার জন্য স্বপ্নবিভোর ছিচকে চোর
যা নিয়েই সর্বদা লেগে রয় তোড়জোড় ।
হালুয়া রুটি ভাগাভাগিতে সব একাকার
জনতার কোনদিনও মিটায় না হাহাকার ।
ডান বামও মিলেমিশে বাঁধে ঐক্যজোট
যে কোন মূল্যেই তাদের চাই শুধু ভোট ।
এতো ষড়যন্ত্রের ভেদ বুঝার কার সাধ্য
জেল জুলুম গুম হত্যা হলে যে অবাধ্য !
রচনাকালঃ- রাত ১১:৫১টা, বুধবার, ১১ বৈশাখ, ২৪ এপ্রিল ২০২৪, মিরপুর, ঢাকা ।