দুনিয়াদারির সব কিছুতে সবাই
দেখি অর্থের জন্যই পাচ্ছে পার ।
আর তেমন অর্থ কামানোটা কি
আমার জন্য খুব কঠিন ব্যপার ?
যেমনিভাবে সবাই অর্থ কামিয়ে
খুব ভাব দেখায় মহা সাফল্যের ।
আমি না হয় ঐ পথ না মাড়িয়ে
সঙ্গ নিলাম কতেক বালখিল্যের ।
চাটুকার আর লুটেরা হয়েই তো
টাকা কামালো সব গোবর ধন ।
যারা একেক জনে লুটের টাকায়
বনে বসেছেও কত্ত বড় মহাজন ।
এমনই এক সময় এসেছে যখন
অর্থ উপার্জন সবচে সহজ কাজ ।
শুধু নৈতিকতার উত্তরীয়টা বর্জন
করে মাথায় নিলে কলঙ্কের তাজ ।
আর তোমাদেরই বা আছে কোন
রুচিবোধ যাতে আমি হই উদ্বিগ্ন ।
বরং তোমাদের মূল্যায়নের মূল্য
দিলে মানুষ হওয়াতে ঘটে বিঘ্ন ।
টাকা যে যেভাবে করুক উপার্জন
তোমরা তাকে বানাও দেব তুল্য ।
আমিও তাতে গা ভাসিয়ে অমন
পশুদের হতে পেতে চাইনা মূল্য।
রচনাকালঃ- রাত ১১:৫৮টা, মঙ্গলবার, ১৪ ভাদ্র ১৪৩০, ২৯ আগষ্ট ২০২৩, ব্যাঙ্গালোর থেকে কোলকাতা দূরন্ত ট্রেনের যাত্রা কালে ।