সফল মানুষকে দেখিয়ে লোকে বলে
প্রভু তাকে দু'হাতে করেছে দান
আহা ! সে কতনা ভাগ্যবান !
কিন্তু কেউই খতিয়ে দেখলো না তার
ছিল যে ত্যাগ তিতিক্ষায় ভরা
কত করুণ সব উপাখ্যান...
বারবার এসেছে তার ব্যর্থতা তারই
পৃষ্ঠে এসেছে লাঞ্জনা বঞ্চনা গ্লানি
উপুর্যপরি ঢেউয়ের মতো ।
কেড়ে নিয়েছে তার কত স্বপ্ন সাধ
আশা আকাঙ্ক্ষা প্রেম ভালোবাসা
ইচ্ছে অভিলাষ ছিল যত ।
অদম্য মনোভাব আস্থায় অবিচল
সুনির্দিষ্ট লক্ষ্য পানে নিরন্তর
ছুটে চলাই ছিল যার নেশা ।
শেষে পাগলের খ্যাতি নিয়ে কানে
মুখে তুলা দিয়ে একাকার করে
ফেলেছিল নেশা পেশা ।
প্রাণপণ প্রচেষ্টায় ও প্রভুর কৃপায়
আর তিক্ত অভিজ্ঞতার ফলে
সে সফল হলোই যখন ।
এমন হার না মানা প্রত্যয় ছাড়াই
কি মানুষ মানুষে পার্থক্য করে
কে সাধারণ কে অসাধারণ ?
রচনাকালঃ- রাতন১১:২২টা, মঙ্গলবার, ২ মাঘ ১৪৩০, ১৬ জানুয়ারি ২০২৪, মিরপুর, ঢাকা ।