যে বলতে পারে না সাদাকে সাদা কালোকে কালো
বরং দুস্কৃতিকারীর পক্ষাবলম্বনে সদাই বলে ভালো
বাহির যত সুন্দর হোক তার ভেতর ঘুটঘুটে কালো ।
শিক্ষিত কিংবা যত জ্ঞানী হোক সেইতো জ্ঞানপাপী
বুঝেনা পাপের সব মাত্রা তার যায় যে তাতে ছাপি
যদিও অবশেষে পাগল বেশে হয় সে বড্ড অনুতাপী ।
মানুষ কেউই ভুলের উর্দ্ধে নয়,স্বীকার করলেই হয়
কিন্তু ভুল করে অস্বীকার করা শয়তানি কর্ম নিশ্চয়
তদুপরি তারই পক্ষাবলম্বন আহা কি যে বিভৎসময় !
শিক্ষিত হয়ে যে এমনটা হয় সেই সবচেয়ে ভয়ংকর
সমাজ ও সংসারে তার চেয়ে কেউই হয়না ক্ষতিকর
মানুষ হতে এই প্রবণতা আজই বন্ধ কর রে বন্ধ কর ।
আজ হতে কালোকে কালো সাদাকে সাদা বল দাদা
এই ভালো মানুষীটার লেবাসে আর লাগাসনে কাদা
নয়তো লোকে বলবে তো তোকে হাড়ে হারামজাদা !
রচনাকালঃ- রাত ১১:২০টা, রবিবার, ৩১ বৈশাখ ১৪৩০,
১৪ মে ২০২৩, মিরপুর, ঢাকা ।