রুচির দুর্ভিক্ষ আর বলি কারে...
অবৈধ ক্ষমতাও ধরে রাখতে
কেঁদে বেড়াচ্ছে ভিখ মাগতে
ঐ বিদেশী প্রভুদের দ্বারে দ্বারে
আবার কৌশলে সেলফি নিয়ে
গণমাধ্যমে ঝর তুলে প্রচারে !
জনতাকে সদাই বানাতে বোকা
তারা যে দারুণভাবেই সিদ্ধহস্ত
মস্ত মস্ত মিথ্যা ভাষনেও চোস্ত
বারবার তাই তো দিচ্ছে ধোঁকা
বস্তা পঁচা সস্তা কথার ফুলঝুরি
ফুটিয়ে ঘুমিয়ে রাখে কঁচি খোকা !
যেই দেশের বিরুদ্ধে ছড়ায় ঘৃণা
আবার মান ইজ্জতও সব বেঁচে
নেচে নেচে সেথা যাচ্ছে যেচে
লজ্জা শরম মোটে আছে কিনা
নেই জানা, রাষ্ট্রকে যে বানিয়ে
ফেলেছে শিশু কিশোরের খেলনা !
রাষ্ট্র ক্ষমতায় বসে কতেক ভাঁড়
শুধু যাত্রা পালার ডায়ালগ মেরে
সদা সরব রাখে পুরো দেশটারে
কিছু না থাক আছে কথার সম্ভার
আবার দিনকে দিন ঋণ করেও
তারা দেখি থাকে দারুণ নির্ভার !
রুচির দুর্ভিক্ষ আর বলি কারে...
দিবালোকে দিব্যি ময়লা খায়
বলে কেউ কি তা দেখতে পায়
তা খেলে খাই নির্জন অন্ধকারে
ময়লা খেকো কাক খুব চালাক
প্রমাণে যেমন স্বীয়চক্ষু বন্ধ করে !