১০৭।

চর্ম চক্ষে দেখেছি এক মাটির তৈরী হুর
মমতা মাখা মুখে তার জ্বলে সদাই নূর
স্বর্গের হুর দেখার আশা ভুলে জীবনভর
সেই নেশার ঘোরে আমি রয়েছি মশহুর ।

১০৮।

প্রেমপ্রীতিটা আমার ছিলো নাতো চাওয়া
জাগতিকভাবে যা হয় প্রায় সবার পাওয়া
একে অপরের চাওয়া পাওয়ায় আমি শুধু
বুঝেছিলাম যেটা করেছিল আদম হাওয়া ।

রচনাকালঃ- রাত ১১:৪৭টা, বুধবার, ৪ শ্রাবণ ১৪৩০, ১৯ জুলাই ২০২৩, ব্যঙ্গালোর, ভারত ।