১০৫।
আমি স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি, জাতিতেও আমি অনন্য
আমার এ শির বরাদ্দ শুধু তাকে সেজদার জন্য
তাই অবনত করিনা শির কোথাও যদি গর্দানও
যায়, স্রষ্টাবিনা শির নতকারী যে অতীব জঘণ্য ।
১০৬।
স্বদেশের স্বার্থ সমুন্নত রাখাও ইসলামী ঈমান
শোষকের পক্ষপাতিত্বকারী মুনাফিক বেঈমান
স্রষ্টার সাথে অংশীদারকারী আর দেশের স্বার্থ
বিনষ্টকারীরা শ্রেষ্ঠ পাপী, যা করেনা মুসলমান ।
রচনাকালঃ- বিকাল ৬:০৩টা, শনিবার, ১৮ আষাঢ় ১৪৩০,
২ জুলাই ২০২৩, ব্যঙ্গালোর, ভারত ।