১০৩।
পরের ভুল ধরতে যারা সর্বদা থাকে শুধু মশগুল
সঙ্গত কারণে তারা ভুলে যায় দেখতে স্বীয় ভুল
কারণ পরচর্চাও এক ভয়ানক মাদকতা যা থেকে
নিজেকে মুক্ত করার মতো যোগ্য ব্যক্তি অপ্রতুল ।
১০৪।
শিক্ষা ও জ্ঞানের সুক্ষ্ম পার্থক্য বুঝা বড়ই জটিল
জ্ঞানহীন শিক্ষা মানুষকে তাই করে তুলে কুটিল
উচ্চ শিক্ষিত হলেই ভাবে সেই সবচেয়ে অনন্য
তখনি তার ধ্বংস ডেকে আনে তারি অহম দিল ।