১১১।
খাঁটি দুধটা নিয়ে ভরাবে তোমার যেই পেয়ালা
পরিস্কার করেছো কি হে তার ভেতরের ময়লা
তোমারও যে দায়িত্ব আছে তার যতনে করতে
ধারণ তা না করলে কিবা করবে সেই গোয়ালা ?
১১২।
দুই হাতেই তুমি ধরে রেখেছ তো দুটি চুনোপুঁটি
আর রুই কাতলাগুলো ডাঙায় খেলল লুটোপুটি
তুমি তাদেরকে ধরতে পারোনি বলে আফসোস
করে মরছো ভাগ্যকে দোষারোপে করে ভ্রুকুটি !
১১৩।
উর্ধ্বপানে রুদ্ধশ্বাসে, শুধুই ছুটে চলেছ দিগ্বিদিক
কাঙ্খিত রিজিক তালাশে তুলকালাম কর চারদিক
ভাবোনি রিজিক তোমার নির্ধারিত অথচ ধর্মকর্মে
সঁপে দিয়ে মন দিল নিজেকে ভাবো পুরো আস্তিক !
রচনাকালঃ- বেলা ১১:০৩টা, সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১, ৯ সেপ্টেম্বর ২০২৪, মিরপুর, ঢাকা ।