দিন দিন আধুনিক শিক্ষায় যত শিক্ষিত
হচ্ছে মানুষ তত হচ্ছে নীতি ধর্মহীন ।
ভেঙ্গে পড়ছে রাষ্টীয় কাঠামো সংবিধান,
সমাজ ব‍্যবস্থা সভ‍্যতাও নিয়ন্ত্রণহীন ।

সম্মান-মর্যাদা-শ্রদ্ধা-ভালোবাসা-মমতা
পরস্পরকে দিতে সবে করছে কার্পণ্য।
শঠতা-আত্মকেন্দ্রিকতা-অভ‍ব‍্যতা-ঘৃণা-
প্রতারণা আত্মপ্রচারণা করে হয় ধন‍্য ।

ধর্মের নিগূঢ় মর্ম শিকেয় তুলে সবাই
যাচ্ছে ভুলে হতে আদর্শ মানুষ ।
ঝা চকচকে আধুনিকতার পন‍্য সর্বস্বে
একেকজন যেন রঙিন ফানুস ।

বোধ বুদ্ধির বিনাশ ঘটিয়ে অসহায়ত্ত্ব
প্রকাশে মানুষ যত হচ্ছে যন্ত্র নির্ভর ।
স্বজন সামাজিক বন্ধন পদপিষ্ট করে
আমর‍া হয়ে উঠছি শিক্ষিত বর্বর ।