আহলান সাহলান মাহে রমজান
রমজান রমজান রমজান রমজান
সংযম সাধনার এই মাস
বদ অভ্যাস করলেই নাশ
গুনাহগারকে আল্লাহ্ মহান করবেন পরিত্রান ।
এই মাসেতে দিয়েছেন প্রভু কল্যাণ অফুরান
তাই বেশী করে পড় নামাজ কর যাকাত দান
যত ভালো কাজ করবে
সত্তর গুন সওয়াব হবে
নিজ হস্তে এর প্রতিদান দেবেন আল্লাহ্ মহান ।
আহলান সাহলান মাহে রমজান
রমজান রমজান রমজান রমজান
ইঞ্জিনের যেমন লাগে সার্ভিসিং
দেহ কোষেরও লাগে ওয়াসিং
মৃতকোষ টক্সিন শুন্য করে দেহ হয় স্বাস্থ্যবান ।
সেহেরিতে তাই যদি ভাই আমিষ না খান
সব্জি-ভাত, চিড়া-দই বা খেজুর-কলা
ইফতারে শুধু খেজুর ও পানি
খেলে চাঙ্গা হবে দ্রুত দেহখানি
নামাজ শেষে খাই রাতের খাবার
অসমাপ্ত --