এদেশে যখনি আসে মাহে রমজান
এ মাসে চুটিয়ে ছুটি কাটে শয়তান
আর এই এক মাস বিন্দাস ঝোলা
ভরে বৈভব গড়ে কতেক মুসলমান ।
সবই বুঝে বুঝে না ন্যায্য অন্যায্য
তবে বেশ বুঝে ছয় নয়ের বাণিজ্য
ঐ আলু পটল বেঁচেও ওরা গড়তে
চায় একেক জনে সুলতানি সাম্রাজ্য ।
তাই সারা বছর তাকিয়ে রয় এজন্য
রমজানে ব্যবসা করলে জীবন ধন্য
রজাদারদের সর্বস্ব লুটে চেটেপুটে
আবার হতেও চায় হাজী বলে গন্য ।