দিনকে দিন জীবন জীবিকার পদ্ধতিগুলো
যখন আমূল বদলে যাচ্ছে বলে ।
ক্ষুদ্র উদ‍্যোক্তা ঝালমুড়িওয়ালারাও পড়েছে
কর্পোরেটের আগ্রাসী থাবার কবলে ।
আয় রোজগারহীন যখন যাচ্ছিল ওদের দিন
বুদ্ধি জ্ঞানও সব হয়েছিল অসার ।
উদ্বিগ্ন উদ্ভ্রান্ত হয়ে ভাবে চালান পুঁজি খুইয়ে
তারা আর কিভাবে চালাবে সংসার ?
এই ছোটখাটো অনিশ্চিত জীবিকায় জীবন
সংসার তার চালানোই যখন দায় !
নতুন ধারার জীবিকাগুলো কতটা ধর্মসম্মত,
বুঝতে এক ধার্মিকের কাছে যায় ।
সব শুনে তিনি বললেন দেখো ওসব প্রযুক্তি
নির্ভর ব‍্যবসাগুলো যে হঠাৎ করে হয় ধনী ।
আর অঢেল টাকার মালিক হলেই তো তুমি
পুরো বদলে গিয়ে নষ্ট হবে তখনি  !
তাই ওসব কিছু নয় গায়ে খাটার কাজকর্ম
করতে বলেছে ধর্ম তাইতো করতে হয় ।
আচ্ছা ভাই ধর্ম কি শুধু প্রযুক্তির ব‍্যবহারে
নিরুৎসাহিত করে আর কিছুতে নয় ?
সুদী ব‍্যবস্থাপনার ব‍্যাংক বীমাতে সারাবিশ্ব
লেনদেনে যখন হলো বাধ‍্য ।
আমরা তখন তার বিকল্প তো নয়ই মোটে
বরং রাখি না তা এড়িয়ে যাবার সাধ‍্য ।
তা নাই হলো নেতারা যখন ভোট চুরি করে
ছুরি ধরে জনতার গলে দুহাতে লুটে দেশ ।
তখন তো তোমরা কেউ তাদের সৎ সাহসে
দাওনা বাধা করও না মোটে ধর্মপোদেশ ।

চলবে....