দেশ তো সব খেয়ে শেষ
চারিদিকে এখন চলছে
শুধুই হাহাকার পরিবেশ !
লক্ষ হাজার কোটি টাকা
ব্যাংকগুলো থেকে লুটে
সব মুলধন করল ফাঁকা ।
হাজার কোটি টাকা ঋণ
নিল যারা দেশ নেতারা
সুখে তারা কাটায় দিন ।
দু চার লক্ষ ঋণ যাদের
হামলা মামলার হুলিয়া
নিয়ে ঘুম হারাম তাদের ।
এ যে স্বৈরাচারীর খেল
লুটেরা এমপি মন্ত্রী হয়
ক্ষুদ্র ঋনীরা খাটে জেল !
দেশে অর্থ বানিজ্য নেই
লক্ষ লক্ষ দক্ষজনে তাই
পারেনা সংসার চালাতেই ।
তবুও তারা পায়না পার
কিন্তু শ'কোটির খেলাপি
ব্যাংকে ডাক শুনে স্যার !
আহা ! কি মজাদার না
যা কিছুই করুক তারা
এসব বলতে নাকি মানা !
রচনাকালঃ- রাত ১১:৪৬টা, বুধবার, ২০ চৈত্র ১৪৩০, ৩ এপ্রিল ২০২৪, মিরপুর, ঢাকা ।