অবশেষে মোদের স্বৈরশাসকের অগত্যায়
এবং আচমকায় হলে পতন ।
সেই সঙ্গে তাদের সাঙ্গ পাঙ্গরাও দিশেহারা
হয়ে ভাগলো যে যার মতন !
ভাগলো সবাই ফেলে তাদের লুটপাট করা
অঢেল অজস্র সহায় সম্পদ !
আহা ! সকাল বেলার আমির বিকাল বেলা
ফকির হয়ে দেখলো ঘোর বিপদ !
তাদের নেতা আর কর্তারা ঘরে ঘরে ফেলে
গেল কত শত হাজার কোটি টাকা !
যারা এতোকাল ধরে ব্যাংক বিমাগুলো সব
লুটপুটে করে রেখেছিল ফাঁকা ।
এদেশের জনগণ সর্বক্ষণ দারিদ্র্যতাপীড়িত
থেকে করতেও পারেনি ব্যবসা বাণিজ্য ।
জানি না কোন দেশের সরকার করেছে কি
না আর জনতার সাথে এতো অন্যায্য !
ইস্! আজ বাংলার আকাশে বাতাসে টাকা
উড়তে দেখছি লক্ষ হাজার কোটি !
যা দেখে মনে হচ্ছে আমরা তো তবে বেশ
ধনীই ছিলাম রে ভাই মোটামুটি !
এই টাকাগুলোকে যদি কুক্ষিগত না করতো
দেশে হতো ঠিকঠাক মতো সঞ্চালন ।
এই দেশেতে এতোদিনে সেই ধনী দেশের
মতোই হতো ব্যাপকভাবে উন্নয়ন !
আর যদি থাকতো আওয়ামী স্বৈরশাসকের
ক্ষমতায়ন পূর্ব বাণিজ্যিক ধারাবাহিকতা ।
তবে আমরাও বিশ্বের শীর্ষ দেশের তালিকা
থেকে পেতাম অর্থনৈতিক স্বাধীনতা ।
কুখ্যাত দস্যুর দল নানা ছল করে লুটেপুটে
খেয়ে উল্টো চাপালো বিশাল ঋণের বোঝা ।
এখন দেশ চালাতে সবাই হিমশিম খাবে খুব
কঠিন হবে দেশের মেরুদণ্ড করতে সোজা ।
আমরা কি আজব জাতি ! এমন যাদেরকেই
বানাই আমাদের নেতা ও দণ্ডমুণ্ডের কর্তা ।
তারা কিনা ভয়ংকর দস্যু খুনি লুটেরা ধর্ষক
চোরাকারবারিসহ সকল অপকর্মের হোতা !
রচনাকালঃ- দুপুর ১:৪৬টা, বৃহস্পতিবার, ৭ ভাদ্র ১৪৩১,
২২ আগষ্ট ২০২৪, মিরপুর, ঢাকা ।