হবে সফল উদ্যোক্তা
           সম্মান করবে ভোক্তা
আহা ! স্বপ্ন দেখছো কতই না রঙিন রঙিন !
জমি জমা বন্ধক দিয়ে
           ব্যাংক হতে ঋণ নিয়ে
ভাবছ গাড়ি বাড়ি করে সুখে কাটাবে দিন !
বাণিজ্য অত সহজ নয়
           বুঝলে হে বাবু মহাশয়
তাও আবার ব্যাংকের চড়া সুদে করে ঋণ !
দিন দিন যাবে রসাতলে
           শোধ হবেনা কোনকালে
গালে হাতে দিন যাবে নাওয়া খাওয়া হীন !
কিস্তি দিতে পাবেনা কুল
           চোখে দেখবে সর্ষে ফুল
নব্য কাবুলিওয়ালার জ্বালা পাবে নিত্যদিন !
ঋণে আত্মমর্যাদা হয় নষ্ট
           সব গুষ্টিশুদ্দও পায় কষ্ট
সামাজিকভাবে সদা সর্বত্র হবেও মূলহীন ।
গেলেও আনন্দ অনুষ্ঠানে
           থাকবে তো মলিন বদনে
ঐ হৈ হুল্লোড়েও মধ্যেও শুনবে মরণ বীণ !  
কোরআনে যাহা অভিশপ্ত
          তাতে সবে হবে অনুতপ্ত
সুদ যেনার চেয়েও পাপ জঘন্য ঘিন ঘিন ।
ঋণে ব্যবসায় কম প্রবৃদ্ধি
          জীবনেও আসে না সমৃদ্ধি
খেটে মরবে আর দেখবে সব বরকতহীন ।
সুদবিহীন জীবনটা গড়ে
          হক হালাল রোজগার করে
যা কিছুই গড় তিলে তিলে হবে না বিলীন ।
ঋণে গড়া বড় সাম্রাজ্য
           ফাঁপা বেলুনসম অকার্য  
বোকায় প্রজন্মকে করে কণ্টকাকীর্ণ সমাসীন ।

রচনাকালঃ- দুপুর ২:০২টা, বুধবার, ২২ জৈষ্ঠ্য ১৪৩১, ৫ জুন ২০২৪, মিরপুর, ঢাকা ।