আজ রেকর্ড গড়ার হয় রেকর্ড সৃষ্টি
কত আকুতি পেতে বিচারিক সুদৃষ্টি ।
আদা জল খেয়ে মত্ত সৃষ্টির নেশায়
গিনেজ বুকে নাম লিখাবার আশায় ।
নাওয়া খাওয়া সব কিছু দেয় ছেড়ে
খেতাবটি তাকে নিতেই হবে কেড়ে ।
একটি বার তা করতে গিয়ে অর্জন
কেউবা জীবন পর্যন্ত দেয় বিসর্জন !
কেউ হিমালয়ের চূড়ায় চড়ছে কত
কেউবা কত শব্দে বায়ু করে নির্গত !
আহা ! খেতাবের জন্যে মরিয়া সব
অথচ আজব ওরা জানে না কে রব !
আবার জানতেও চায়না এসব কথা
যেন ওদেরটা ঠিক বাকি সব অযথা ।
যাহোক এবার শুনেই হলাম হতভম্ব
কেবা রেকর্ড গড়ে ব-ড় করে নিতম্ব !
রেকর্ড গড়ার এ রেকর্ড সৃষ্টি করতে
সভত্যা কি চলছে অন্ধকূপে পড়তে ?
রচনাকালঃ- রাত ১১:৫৭টা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১,
৫ মে ২০২৪, মিরপুর, ঢাকা ।